পশ্চিমবঙ্গে নারী ও শিশু বিকাশ দপ্তরে বিভিন্ন পদে মহিলা কর্মী নিয়োগের আবেদন চলছে
*********************
পদের নাম
আলিপুরদুয়ার জেলায় নারী ও শিশু কল্যাণ দপ্তরে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ও কেস ওয়ারকার পদে কর্মী নিয়োগ. শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন . আবেদন করতে হলে আলিপুরদুয়ার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে
কর্মস্থল
আলিপুরদুয়ার
আবেদন করার লাস্ট
17/07/2022
(অনলাইনে আবেদন করতে হবে)
আবেদনের বয়স
18 থেকে 45/35 বছর বয়স অবধি আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা ও শূন্যপদ
1) সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর- শূন্যপদ 1 টি.
শিক্ষাগত যোগ্যতা- যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে ও MS Office জানা থাকতে হবে. ও সোশ্যাল ওয়ারক বা মহিলা সম্পর্কিত কাজে 3 বছরের অভিজ্ঞতা. সাথে বাংলা ও ইংরেজী লিখতে পড়তে পারতে হবে.
বয়স- সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন
2) কেস ওয়ার্কার- শূন্যপদ 2 টি.
শিক্ষাগত যোগ্যতা- যে কোনো বিষয়ে স্নাতক পাস, সাথে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে ও MS Office জ জানা থাকতে হবে. ও মহিলা সম্পর্কিত কাজে 3 বছরের অভিজ্ঞতা. সাথে বাংলা ও ইংরেজী লিখতে পড়তে পারতে হবে.
বয়স- সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন
উভয় ক্ষেত্রেই শুধুমাত্র মহিলা পর্থীরাই আবেদন করতে পারবেন.
আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে. এক্ষুনি আবেদন করতে এখানে ক্লিককরুন
আরো বিস্তারিত ভাবে আবেদন পদ্ধতি জানতে অফিসিয়াল নোটিফিকেশন টি দেখুন
অফিসিয়াল নোটিফিকেশন : ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
************
************