পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পোষিত স্কুলে বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ স্থায়ী শিক্ষক ও গ্রুপ ডি নিয়োগের আবেদন চলছে

সরকারি পোষিত ইংরেজি মাধ্যম মিশনারী হাই স্কুলে শিক্ষক ও গ্রুপ ডিন নিয়োগের বিজ্ঞপ্তি!l সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হবে. SSC নিয়োজিত শিক্ষক দের মতই সম্পূর্ণ সরকারি সুযোগ সুবিধা পাবেন.

4 টি শূন্যপদ।

1. বোটানি ( একটি শূন্যপদ)

2. কেমিস্ট্রি.(দুটি শূন্যপদ)

3.হিস্টোরি (একটি শূন্যপদ)

4.গ্রুপ ডি - ( একটি শূন্যপদ)


শিক্ষাগত যোগ্যতা:  NCTE যোগ্যতা মান

বয়স: 20 থেকে 40 বছর। (সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়মানুসারে ছাড়)।

বেতন: রাজ্য সরকারি স্কেল অনুসারে 

(As per ROPA- 2019)

বয়স: 20-40 বছর।

বয়স, নাগরিকত্বের প্রমান ও সমস্ত শিক্ষাগত যোগ্যতার স্বপ্রত্যায়িত নকল -সহ Colour ফটো এবং Mobile নাম্বার উল্লেখ করে বিদ্যালয়ের ঠিকানায় Speed Post বা Regd. Post -এর মাধ্যমে আবেদন করতে হবে 

Last Date বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে 15 দিনের মধ্যে।

Source: 'দৈনিক স্টেটমেন্ট'; 

বিজ্ঞাপন প্রকাশের তারিখ- 25.06.2022