43000 শূন্যপদে মাধ্যমিক পাসে গ্রামীণ ডাক সেবক(GDS) নিয়োগ
*********************
পদের নাম
দেশ জুড়ে 43000 শূন্যপদে গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগ. পশ্চিমবঙ্গে 1000 এর কাছাকাছি শূন্যপদ রয়েছে যে কোন জায়গা থেকেই আবেদন করা যাবে. সরাসরি মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে.
কর্মস্থল
ভারতের যে কোনো জায়গা
আবেদনের লাস্ট ডেট
17/02/2023
আবেদনের বয়স
সর্বোচ্চ 40 বছর বয়স অবধি আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা ও শূন্যপদ
সর দেশ জুড়ে 43000 শূন্যপদ রয়েছে. এর মধ্যে পশ্চিমবঙ্গে 1000 এর কাছাকাছি শূন্যপদ রয়েছে
যোগ্যতা- আবেদন কারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে। এই নিয়োগের জন্যে কোনো রূপ লিখিত পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে, সেই তালিকা অনুযায়ী সরাসরি নিয়োগ করা হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন টি দেখুন
এবং সমস্ত ক্যাটাগরির মহিলা ও SC/ST/PWD আবেদন কারীদের কোনো ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদ করতে হবে । বিস্তারিত বিবরণ জানতে অফিসিয়াল নোটিফিকেশন টি দেখুন
অফিসিয়াল নোটিফিকেশন : ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
************
************