WBCS 2023 এর অনলাইনে আবেদন গ্রহণ শুরু হলো
প্রকাশিত হল পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার (WBCS) বিজ্ঞপ্তি।*
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন চলবে আগামী ২১ মার্চ পর্যন্ত। আগামী জুনে WBCS-র প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে।
WBCS পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে WBCS পরীক্ষার
1.আবেদন শুরুর তারিখ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩।
এক্ষুনি আবেদন করতে এখানে ক্লিক করুন
2.অনলাইনে WBCS পরীক্ষার আবেদন শেষ হওয়ার তারিখ: ২১ মার্চ, ২০২৩ (দুপুর ৩ টে পর্যন্ত)।
3.অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২১ মার্চ, ২০২৩ (দুপুর ৩ টে পর্যন্ত)।
4.অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২২ মার্চ, ২০২৩ (তবে ২১ মার্চের মধ্যে ব্যাঙ্কের চালান বের করে নিতে হবে)।
5.আবেদনপত্র সংশোধন করার সময়: ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল, ২০২৩।
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
বাংলা পড়তে, লিখতে এবং বলতে পারার ক্ষমতা (যে পরীক্ষার্থীদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োজ্য হবে না)।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার মধ্যে সেই যাবতীয় যোগ্যতা পূরণ করতে হবে।
বয়সসীমা
যে প্রার্থীরা আবেদন করবেন, তাঁদের ন্যূনতম বয়স ২১ হতে হবে। যাঁদের বয়স ৩৬-র মধ্যে, তাঁরা আবেদন করতে পারবেন। ২০২৩ সালের ১ জানুয়ারির ভিত্তিতে নির্ধারণ করা হবে। অর্থাৎ ১৯৮৭ সালের ২ জানুয়ারির আগে যাঁরা জন্মগ্রহণ করেছেন এবং যাঁরা ২০০২ সালের ১ জানুয়ারির পরে জন্মগ্রহণ করেছেন, তাঁরা WBCS পরীক্ষা দিতে পারবেন না।
প্রিলিমিনারি পরীক্ষার পাঠ্যক্রম
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পাঠ্যক্রম অনুযায়ী, WBCS প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২০০ নম্বর থাকে। আটটি বিষয়ের উপর প্রশ্ন থাকে। প্রতিটি বিষয় থেকে ২৫ নম্বরের প্রশ্ন আসে।
ইংরেজি: ২৫ নম্বর।
জেনারেল সায়েন্স: ২৫ নম্বর।
কারেন্ট অ্যাফেয়ার্স: ২৫ নম্বর।
ভারতের ইতিহাস: ২৫ নম্বর।
ভারতের ভূগোল: ২৫ নম্বর।
ভারতের রাজনীতি এবং অর্থনীতি: ২৫ নম্বর।
ভারতের জাতীয় আন্দোলন: ২৫ নম্বর।
জেনারেল মেন্টাল এবিলিটি: ২৫ নম্বর।
#copied